ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

রাজাদের রাজকীয় প্রত্যাবর্তন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ০৪:১০

রাজার তান্ডবে বিধ্বস্ত স্কটল্যান্ড। ছবি সংগৃহীত রাজার তান্ডবে বিধ্বস্ত স্কটল্যান্ড। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অর্ধযুগ পর কোন বৈশ্বিক আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে জিম্বাবুয়ে। এই সুযোগকে হেলায় হারিয়ে যেতে দেয়নি দলটি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে মূল পর্বে।


স্কটল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটের জয়ে প্রথমবার মূল পর্বে খেলার সুযোগ পেল সিকান্দার রাজারা। এর আগে কখনোই দেশটির ক্রিকেটে আসেনি এমন দিন। 

 

নিজেদের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩১ রানের জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছিল উইন্ডিজের কাছে। অবশ্য এতে ভাঙ্গেনি মনোবল, বদলায়নি আক্রমণাত্মক ক্রিকেট। বিশেষ করে সিকান্দার রাজার ব্যাটিং তান্ডবে অস্বস্তিতে ছিল প্রতিপক্ষ তিন দলই।


সিকান্দার রাজা বনে গেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের কিং। প্রথম ম্যাচে জয়ের পর রাজা বলেছিলেন, ‘আমরা একটা বিষয় পরিষ্কার করতে চেয়েছি, বিশ্বকাপের টিকিট পেয়ে আমরা অনেক খুশি হয়েছিলাম, একই সঙ্গে আমরা এটাও জানি যে এখানেই দায়িত্ব শেষ নয়। আমরা কেবল জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করে খুশি থাকতে এখানে আসিনি। আমাদের লক্ষ্য সুপার টুয়েলভে যাওয়া এবং সেখানে বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে চাই, এরপর দেখব কত দূর যেতে পারি।

গ্লোবাল কোয়ালিফায়ার অর্থাৎ বাছাইপর্বেও চ্যাম্পিয়ন ছিল সিকান্দার রাজারা। গত কয়েকমাস ধরেই দারুণ করছে দলটি। মূল পর্বে কতটা ভালো খেলবে তা সময়ে বলবে, তবে তাদের বিপক্ষে বিপক্ষ দলগুলো সহজে জয় পাওয়ার কথা নয়।

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...