ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

ডাচদের জন্য বাংলাদেশের স্পিনের ফাঁদ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ০৯:২২

শ্রীধরণ শ্রীরাম। ফাইল ছবি শ্রীধরণ শ্রীরাম। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ প্রস্তুতি পর্বটা রাজ্যের হতাশায় ভরা। টানা পাঁচ টি-২০ ম্যাচ হেরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতি, হারের মিছিল সব পেছনে ফেলে আগামী সোমবার নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। হোবার্টের বেলেরিভ ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নিশ্চিতভাবেই এই ম্যাচে আইসিসি সহযোগী দেশটির বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে থাকবে সাকিব আল হাসানের দল। যার মাধ্যমে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে মূল পর্বে জয়ের খরা কাটাতে চাইবে বাংলাদেশ। ২০০৭ সালের পর বিশ্বকাপের মূল পর্বে জয় নেই টাইগারদের।

সব ভুলে তাই এখন ডাচদের বিপক্ষে ম্যাচেই মনোযোগী বাংলাদেশ শিবির। বেলেরিভ ওভালের উইকেট, কন্ডিশন সাকিব বাহিনীর আশার পালে হাওয়া যোগাচ্ছে। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই দেখা গেছে এই উইকেটে সাহায্য পাচ্ছেন স্পিনাররা। ম্যাচে পার্থক্য গড়ছেন। যা দেখে চোখ চকচক করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের।

বলা বাহুল্য, বোলিংয়ে বাংলাদেশের মূল ভরসা স্পিনাররা। প্রথম রাউন্ডে এখানে ৬টি ম্যাচ হয়েছে। ব্যবহৃত উইকেটে স্পিনাররা সবসময় দুর্দান্ত। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ডের লেগ স্পিনার গ্যারেথ ডেলানি ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। এ মাঠে প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের সঙ্গে স্কটল্যান্ডের স্পিনার মার্ক ওয়াট ১২ রানে ৩টি, মাইকেল লিস্ক ১৫ রানে ২ উইকেট নিয়েছেন। 

তাই স্পিন নির্ভর বোলিং তথা ডাচদের জন্য স্পিনের ফাঁদ পাতাই স্বাভাবিক। তাছাড়া তাদের স্পিনের বিপক্ষে অনভ্যস্ততা রয়েছে।

বাংলাদেশের স্পিন আক্রমণ বেশ সমৃদ্ধ। অধিনায়ক সাকিবের সঙ্গে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, অফস্পিন করতে পারেন মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত ও আফিফ হোসেন। আর উইকেট স্পিনারদের সাহায্য করলে, সেখানে মুস্তাফিজুর রহমানের কাটারও কার্যকর হওয়ার কথা। 

বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বৃহস্পতিবারই বলেছেন, বেলেরিভ ওভালে স্পিনাররাই হবে মূল অস্ত্র। তিনি বলেছেন, ‘হোবার্টে মনে হয়, কিছুটা স্পিন ধরবে। কারণ ওখানে এর মধ্যেই বেশ কিছু ম্যাচ হয়ে গেছে। ওখানে গিয়ে আরও ভালোভাবে বোঝা যাবে। তবে টিভিতে দেখে মনে হচ্ছে, স্পিনে কিছু সহায়তা সেখানে আছে।’

উল্লেখ্য, অতীতে টি-২০ তে ডাচদের বিপক্ষে ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে দুবার জিতেছে টাইগাররা, একবার জয় আছে ডাচদের। ২০১২ সালে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশের সঙ্গে ড্র করেছিল ডাচরা। ২০১৬ বিশ্বকাপে অবশ্য শেষবারের সাক্ষাতে জিতেছিল মাশরাফি বিন মুর্তজার দল।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...