ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন শান মাসুদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ১৯:৩৬

মাসুদের মাথায় বলের আঘাত। ছবি সংগৃহীত মাসুদের মাথায় বলের আঘাত। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ  অনুশীলনে সতীর্থ মোহাম্মদ নাওয়াজের নেওয়া শট সরাসরি মাথায় আঘাত করেছিল শান মাসুদের। বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন সাথে সাথে। অনুশীলন থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরিক্ষায় বড় ধরনের সমস্যা ধরা পড়েনি। তবে আরেকবার পরীক্ষার কথা জানানো হয়েছে দলের পক্ষ থেকে। 


পাকিস্তান দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুদের নিউরোলজিক্যাল পরীক্ষায় সবকিছু স্বাভাবিক এসেছে। সিটি স্ক্যানে দেখা যায় বল কেবল তার মাথার ওপরের অংশ আঘাত করেছে। সে জায়গাটি একটু ফুলে আছে। এছাড়া আর কোনো সমস্যা ধরা পড়েনি।

দ্বিতীয় দফায় কোন সমস্যা চিহ্নত না হলে অনুশীলনে যোগ দিবেন এই ব্যাটার। রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে পাকিস্তানের।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...