টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা খেলোয়াড় লিটন, আগের জায়গায় নেই সাকিব!
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ২০:৪৭

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে চোখ বন্ধ করে যে কয়েকজনের প্রতি ভরসা রাখা যায় তাদের একজন লিটন দাস। বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। এবারের বিশ্বকাপেও দারুণ সব শটে সমর্থকদের মন করবে বলে বিশ্বাস করেন হার্শা ভোগলে। অপরদিকে সাকিব আল হাসান আগের জায়গায় নেই বলেও করেছেন মন্তব্য।
লিটনকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে ক্রিকবাজের প্লেয়ার টু ওয়াচ আউট ভিডিওতে হার্শা বলেন, ‘সত্যিকার্থে আমি বিশ্বাস করি এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা খেলোয়াড় লিটন দাস।‘
ক্যারিয়ারে বেশিরভাগ সময়ে টি-টোয়েন্টিতে ওপেন করা লিটন বিশ্বকাপে যে ওপেনিংয়ে থাকছেন না তা প্রায় নিশ্চিত। লিটনকে নিয়ে ম্যানেজম্যান্টের এমন সিদ্ধান্ত ভাবাচ্ছে হার্শাকে।
হার্শা বলেন, ‘আমি ভাবতে পারছি না কেন তারা লিটনকে তার পজিশন থেকে নিচে নামিয়ে দিলো। টপ অর্ডার থেকে কেন অন্য কোথাও সরিয়ে নেয়া হলো? সে তো টি-টোয়েন্টির সেরা ব্যাটার। বাংলাদেশ থেকে আমি লিটন দাসকে বেছে নেবো।’
বর্তমান টি-টোয়েন্টিতে অলরাউন্ডার তালিকায় নাম্বার ওয়ানে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে সাকিবকে নিয়ে সংশয় কাজ করছে হার্শার মনে।
সাকিব প্রসঙ্গে হার্শা বলেন, ‘আমি কিভাবে সাকিবের নাম ম্যানশন না করি। আমি সবসময় আমার দলে সাকিবকে রাখি। আমার মনে হয় টি-টোয়েন্টিতে আপনি যখন সাকিবের কথা বলবেন তখন আপনাকে দেখতে হবে সে কিভাবে ব্যাটিং করে, ইনজুরি, ভ্রমণ এবং সে কতটা ম্যাচ খেলছে। আমার মনে হয় না ১২-১৪ মাস আগে সাকিব যেমন ছিল এখন তেমন আছে। ১২ বা ১৪ বা ২০ মাস আগে হলে আমি নিশ্চিতভাবে ভুল প্রমাণিত হতাম।’
-নট আউট/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: