ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

সহজ জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ০৬:৫২

৫ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। গেটি ইমেজ ৫ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করলো টুর্নামেন্টের হট ফেভারিট ইংল্যান্ড। স্যাম কারানের বোলিং তোপে এদিন আফগানদের অল্পতেই গুটিয়ে দেয় ইংলিশরা। জবাবে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় জস বাটলারের দল।

পার্থে এদিন আগে ব্যাট করে ইংলিশ বোলারদের তোপে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০ রানে ৫ উইকেট নেন ইংলিশ পেসার স্যাম কারান৷ সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে, দুই ইংলিশ ওপেনার শুরুটা করেছিলেন দেখেশুনেই। দ্রুত রান তোলার চাপ না থাকায় অনেকটা ওয়ানডে মেজাজেই খেলেছে ইংলিশরা। তাতেই ইংলিশদের চেপে ধরে আফগান স্পিন ত্রয়ী। তাতে অবশ্য লাভ হয়নি কোন। মুজিব উর রহমান, রশিদ খান ও অধিনায়ক মোহাম্মদ নাবীকে সমীহ করার খেসারত দেয় ইংল্যান্ড। 

আফগান স্পিনের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তাঁরা। উইকেটে থিতু হয়েও তাই বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন সবাই। তবে বাকিদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লিয়াম লিভিংস্টোন। শেষ পর্যন্ত ১১ বল ও ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন। এছাড়া ওপেনার অ্যালেক্স হেলস করেন ১৯ রান। মালানের ব্যাট থেকে আসে ১৮ রান। 

এর আগে ব্যাট করে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। এছাড়া উসমান ঘানি করেন ৩০ রান। বাকিদের মধ্যে গুরবাজ (১০) আর নাজিবুল্লাহ (১৩) ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর৷ 

আফগান ব্যাটারদের নিয়ে ছেলেখেলায় মেতে উঠা ইংলিশ পেসার স্যাম কারান নেন একাই ৫ উইকেট। এছাড়া মার্ক উড ও বেন স্টোকস নেন ২ উইকেট করে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...