ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কোহলিতে বিধ্বস্ত পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ ০৩:৫৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সুপার টুয়েলভ পর্বের ব্লকবাস্টার ম্যাচে বিরাট কোহলির বিধ্বংসী ইনিংসে জয় পেয়েছে ভারত। পাকিস্তানের বিপক্ষে দলটির জয় ৫ উইকেটে। টস হেরে ব্যাট করতে নেমে ছন্দ হারায় পাকিস্তান। সময়ের সাথে চাপ সামলিয়ে দলকে পথ দেখায় ইফতেখার আহমেদ ও শান মাসুদ। দুজনে খেলেন যথাক্রমে ৫১ ও ৫২ রানের ইনিংস। শেষ দিকে শাহিন আফ্রিদির ৮ বলে ১৬ রানে ভর করে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা হয় ১৫৯ রান।

 

চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের দেওয়া ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতও খেল হারায় শুরুতেই। সাঝঘরে ফিরেন ৪ ব্যাটার। এরপর অবশ্য দারুণভাবে দলকে এগিয়ে নেয় কোহলি ও হার্দিক। দুজনের জুটি থেকে আসে ১১৩ রান। হার্দিক ৪০ রানে আউট হলেও ৮২ রানে অপরাজিত ছিলেন কোহলি। 

 

পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচের সব নাটকীয়তা জমা ছিল শেষ ওভারে। ভারতের জয়ের জন্য ১৬ রানের প্রয়োজন ছিল সেই ওভারে। বল হাতে নাওয়াজ প্রথম বলেই আউট করে হার্দিককে। দ্বিতীয় ও তৃতীয় বলে যথাক্রমে ১ ও ২ রান দিলেও চতুর্থ বলে করেন নো বল। সেই বলে ৬ হাকিয়ে ম্যাচকে নিজেদের দিকে অনেকাংশে নিয়ে নেন বিরাট কোহলি। পরের বলে অতিরিক্ত তিন রান আসলে ভারতের জয়ের সমীকরণ দাঁড়ায় দুই বলে দুই রান। 

 

ওভারের পঞ্চম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন দিনেশ কার্তিক। শেষ বলে ভারতের প্রয়োজন যখন ১ বলে ২ রান, তখন আবারও ওয়াইড দিয়ে বসেন নাওয়াজ। নতুন ব্যাটার হিসেবে পিচে আসা রবিচন্দ্র অশ্বিন পরের পরে লং অফে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করে। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...