ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

সাকিবের চোখে সবই মিডিয়ার সৃষ্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ ০৫:৪৮

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান। ফাইল ছবি সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে উঠে এসে সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশের গ্রুপে জায়গা পেয়েছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। আগে থেকেই ছিল ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।


সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ-২ তে বাকি প্রতিপক্ষগুলোর চেয়ে ডাচরা তুলনামূলক দুর্বল। টানা হারের মিছিলে থাকা বাংলাদেশের জন্য এটা স্বস্তির, কারণ তাদের বিরুদ্ধেই শুরু হচ্ছে বিশ্বকাপ মিশন।


বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য এমনটা মনে করেন না। তার মতে, ডাচদের পেয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি, এটা পুরোটাই মিডিয়ার সৃষ্টি। হোবার্টে রোববার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মিডিয়াকে কটাক্ষ করেও কথা বলেছেন সাকিব।


প্রথম ম্যাচে ডাচদের সামনে পাওয়া এবং মানসিক স্বস্তির প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘এই পারসেপশনও (উপলব্দি) হয়তো আপনারা তৈরি করেছেন, যে নেদারল্যান্ডস আসাতে হয়তো বাংলাদেশ দল স্বস্তি বোধ করছে। আমাদের দলের যে ধরনের চিন্তাভাবনা, আমরা এভাবে কখনও প্রস্তুতি নেই না; আমার মনেও হয় না যে পৃথিবীর কোনো দল এমন চিন্তা করে যে কে আসলে ভালো কে আসলে খারাপ। সবসময় চেষ্টা করে দলকে জেতানোর, যেটা ভালো করা সম্ভব সেটাই করা। আমাদের দলের ভেতর এমন অনুভূতি নেই।’


এসব ধারণা, আবহ মিডিয়ার সৃষ্টি জানিয়ে বাঁহাতি এ অলরাউন্ডার আরও বলেন, ‘শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আসলে আমরা যে প্রস্তুতি নিতাম, অন্যান্য যে দলের সঙ্গেই খেলবো একই প্রস্তুতি থাকবো। যেটা আপনি বললেন স্বস্তির কি না, দেশে এরকম ইয়ে চলছে, সেটা অবশ্যই মিডিয়ার ক্রিয়েট করা।’

 


তবে মিডিয়া বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন নিয়ে বাড়াবাড়ি করছে কিনা জানতে চাইলে সাকিব বলেছেন, ‘এটা আপনারা ভালো বলতে পারবেন, মানুষকে জাজ করতে দেন, আমি জাজ না হই। আমি খুব বেশি কিছু জাজ করতে আসলে পছন্দ করি না।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...