ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

লিটনের ব্যাটিং অর্ডারের প্রশ্নে বিরক্ত সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ ০৫:৫৫

সাকিব আল হাসান ও লিটন দাস। ছবি সংগৃহীত সাকিব আল হাসান ও লিটন দাস। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ বিশ্বকাপের আগে ওপেনিং নিয়ে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ দল। এমন কোনো পরীক্ষা নাই, যা করেনি টিম ম্যানেজমেন্ট। নিয়মিত স্বীকৃত ওপেনার, মেকশিফট ওপেনার সবাইকে নানা কম্বিনেশনে পরখ করা হয়েছে।


শেষ পর্যন্ত আসল ওপেনার কারা তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। এসব করতে গিয়ে দলের সেরা ব্যাটসম্যান ইনফর্ম লিটন দাসের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়েছে। পছন্দের জায়গা ওপেনিং থেকে সরানো হয়েছে তাকে।


সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের হয়ে কারা ওপেনিং করবেন, সেটিও চূড়ান্ত নয়। রোববার হোবার্টে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে লিটনের ব্যাটিং অর্ডার এবং তাকে ওপেনিংয়ে পাঠানোর বিষয়ে প্রশ্ন উঠতেই বিরক্তি প্রকাশ করলেন অধিনায়ক সাকিব আল হাসান। এই প্রশ্ন করা সাংবাদিককে পাল্টা প্রশ্ন করে বসেন তিনি। রীতিমতো বাহাসেই লিপ্ত হন সাকিব। সিদ্ধান্ত নেয়ার অবস্থানে ওই সাংবাদিককে রাখা দরকার বলে অপ্রীতিকর মন্তব্যও তিনি।


বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই বা ওপেনার ঠিক হয়ে গেলে আমরা জিতবো? আপনি যেভাবে বলছেন, ডিসিশন মেকারের জায়গায় আপনাকে রাখতে হবে।’

 


সংবাদ সম্মেলনে অযাচিত মন্তব্য করাটা সাকিবের জন্য নতুন নয়। যদিও প্রশ্নের উত্তর দেয়ার জন্যই ওই মঞ্চে আসেন তিনি, পাল্টা প্রশ্ন করার জন্য নয়। সেটাই হয়তো ভুলে যান তিনি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...