ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

ডাচদের ১৪৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ ২১:৪৬

১৪৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। গেটি ইমেজ ১৪৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। গেটি ইমেজ

স্পেশাল করেসপন্ডেন্টঃ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়নি। আইসিসি সহযোগী নোদরল্যান্ডসের বিপক্ষে হোবার্টের বেলেরিভ ওভালে রীতিমতো সংগ্রাম করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। পুঁজিটা তাই বড় হয়নি। তবে উইকেটের মন্থরতা বিবেচনায় বেশ লড়াকু স্কোর বটে। সোমবার আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৪ রান তুলেছে বাংলাদেশ। ডাচদের টার্গেট এখন ১৪৫ রান।

টসে হেরে ব্যাট করা বাংলাদেশের ওপেনিং জুটি ভালোই স্বস্তিদায়ক শুরু উপহার দিয়েছে। সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ওপেনিং জুটি ৪৩ রান তুলেছিল। ষষ্ঠ ওভারে সৌম্য আউট হলে ভাঙে এই জুটি। তিনি ১৪ রান করেন। 

ভালো একটা শুরুর তৃপ্তি স্থায়ী হয়নি। কারণ ৭৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। মাঝে বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। শান্ত ২৫, লিটন ৯, সাকিব ৭ রান করে ক্যাচ দেন। ৩ রান করে বোল্ড হন ইয়াসির। একপ্রান্ত আগলে থাকা আফিফের সঙ্গে জুটি বাঁধেন নুরুল হাসান সোহান।

তারা ৪৪ রান যোগ করেন। তাতেই একশো পার হয় বাংলাদেশের স্কোর। ১৮তম ওভারে ডি লিডের শিকার হন সোহান, আফিফ। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ। সোহান ১৩ রান করেন। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ১২ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। 

ডাচদের পক্ষে মেকেরেন, ডি লিড ২টি করে, ক্লাসেন, প্রিঙ্গল, শারিজ আহমেদ ও ভ্যান বেক ১টি করে উইকেট নেন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...