ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

অবশেষে জয়ের স্বস্তি

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ ২৩:৫০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ প্রত্যাশিত জয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। ১৫ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। ক্ষুদে ফরম্যাটে টানা চার হারের পর দলটা জয়ের স্বস্তি খুঁজে পেয়েছে। সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে সুপার টুয়েলভের ম্যাচে আইসিসি সহযোগী নেদারল্যান্ডসকে ৯ রানে পরাজিত করেছে বাংলাদেশ।


হোবার্টে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৪ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ডাচরা ১৩৫ রানে অলআউট হয়।


রান তাড়া করতে নামা ডাচদের বড় ধাক্কা দেন তাসকিন। ইনিংসের প্রথম দুই বলে বিক্রমজিত ও ডি লিডকে ফেরান তিনি। হ্যাটট্রিক না হলেও তাসকিনের তোপে পথ হারায় দলটি। পরে ও’ডাউড ও টম কুপার রান আউট হলে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে বসে ডাচরা। সেই ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেছে দলটি। কলিন অ্যাকারম্যান একপ্রান্ত আগলে লড়াই করেছেন শুধু, বাকিরা তাকে সঙ্গ দিতে পারেননি। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা অ্যাকারম্যান আউট হন ১৭তম ওভারে। তাসকিনের শিকার হওয়ার আগে তিনি ৪৮ বলে ৬২ রান (৬ চার, ২ ছয়) করেন।


মেকেরেন ২৪, স্কট এডওয়ার্ডস ১৬ রান করেন। তাসকিন ক্যারিয়ার সেরা ২৫ রানে ৪ উইকেট নেন। হাসান মাহমুদ ১৫ রানে ২টি উইকেট পান।


এর আগে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ওপেনিং জুটিতে ব্যাটিংয়ের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। তারা ৪৩ রান তুলেছিলেন। ষষ্ঠ ওভারে সৌম্য ১৪ রান করে আউট হন। কিন্তু তারপরই চিরচেনা ছন্দপতন। ৭৬ রানের মধ্যে ৫ উইকেট নেই বাংলাদেশের। সমালোচনার তোপে থাকা শান্ত ২৫ রান করে বাঁহাতি স্পিনারের বলে সুইপে ক্যাচ দেন। ব্যাক অব লেন্থের বল সামাল দিতে না পেরে লিটন (৯) আউট হন। সাকিবও (৭) স্লগ সুইপে ক্যাচ দেন। ৩ রান করে বোল্ড হন ইয়াসির।


আফিফ হোসেন-নুরুল হাসান সোহানের ৪৪ রানের জুটিতে একশো পার হয় বাংলাদেশের স্কোর। ১৮তম ওভারে ডি লিডের শিকার হন সোহান, আফিফ। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ। সোহান ১৩ রান করেন। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ১২ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। ডাচদের পক্ষে মেকেরেন, ডি লিড ২টি করে, ক্লাসেন, প্রিঙ্গল, শারিজ আহমেদ ও ভ্যান বেক ১টি করে উইকেট নেন।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...