দলকে ভালো অবস্থানে নিতে সাকিবদের ধারাবাহিক হওয়ার পরামর্শ মালিকের
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ০৪:০৭

নট আউট ডেস্কঃ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয় অবশ্যই স্বস্তির। কেননা গেল বিশ্বকাপ থেকেই এই সংস্করণে ধুঁকছে দলটি। এছাড়া গত ১৫ বছরে বিশ্বকাপ মূল পর্বে এটিই একমাত্র প্রাপ্তি। তবে বাংলাদেশের এমন ছোট ছোট ঝলক মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু ধারাবাহিকতা নেই বলে মন্তব্য করেছেন শোয়েব মালিক।
মালিক বলেন, ‘আমার মনে হয় তারা ভালো শুরু পাচ্ছে না। এই ফরম্যাটে প্রথম তিন ব্যাটার খুব গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে কেউ একজন বড় রান করলে আপনি ভালো পুঁজি পাবেন। আপনি যদি রান তাড়া করতে নামেন তাহলে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।’
ডাচদের বিপক্ষে জয়ে তুষ্ট হলেও বড় চিন্তা ব্যাটারদের ধারাবাহিকতা। বিশেষ করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অতিরিক্ত ডট বল দেওয়া নিত্য দিনের অভ্যাসে পরিণত হয়েছে। এসব কাটিয়ে দলকে ভালো অবস্থানে নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন মালিক।
মালিক বলেন, ‘তাদের ব্যাটিংয়ে ছোট ছোট ঝলক দেখা যায় কিন্তু ধারাবাহিকতা নেই যেটা বড় রান বানাতে পারে। তাদের সবার হাতেই ভালো শট আছে। তারা অনেকদিন ধরেও খেলছে। সময় এসেছে তাদের ধারাবাহিকতা আনা এবং দলকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া।’
-নট আউট/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: