ইংল্যান্ডের বিপক্ষে জয় পেল আয়ারল্যান্ড
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ০০:০০

নট আউট ডেস্কঃ সুপার টুয়েলভে বৃষ্টি আইনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ রানে জয় পেয়েছে আয়ারল্যান্ড। খেলার ৫.৩ ওভার বাকি থাকতেই বৃষ্টি বাঁধায় বন্ধ হয় ম্যাচ। নির্ধারিত সময়ে বৃষ্টি না থামায় ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে বৃষ্টি আইন ডার্কওয়ার্থ লুইস মেথডে হিসেব করে আয়ারল্যান্ডকেই ৫ রানে বিজয়ী ঘোষণা করে।
টস হেরে প্রথম ব্যাট করতে নেমে পাওয়ার-প্লেতে করে ৫৯ রান। মারকুটে ব্যাটিংয়ে প্রথম দশ ওভারে ৯১ রান করলেও এরপরই ধারবাহিকতা ধরে রাখতে পারেনি আইরিশরা। শেষ পর্যন্ত ইংল্যান্ডের জয়ের জন্য টার্গেট হয় ১৫৮ রান।
আয়ারল্যান্ডের হয়ে অধিনায়ক বালবির্নি ৪৭ বলে করেন ৬২ রান। এছাড়াও লোরকান টাকার করেন ২৭ বলে ৩৪ রান। ইংল্যান্ডের হয়ে বল লিয়াম লিভিংস্টোন ও মার্ক উড নিয়েছে তিনটি করে উইকেট। দুই উইকেট পেয়েছে স্যাম কুরান।
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইংলিশরা। পাওয়ার-প্লেতে করে মাত্র ৩৭ রান। শেষ পর্যন্ত ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান করে ইংল্যান্ড। একই অবস্থায় আইরিশদের রান ছিল ১১০। যার ফলে ৫ রানে জয় পেয়েছে দলটি।
নট আউট/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: