ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

মেলবোর্নে না খেলতে পেরে নবির আক্ষেপ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ১৯:১৩

মোহাম্মদ নবি। ছবি সংগৃহীত মোহাম্মদ নবি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিগব্যাশ ক্রিকেটে নিয়মিত মুখ মোহাম্মদ নবি। যার ফলে অনেকবার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে আফগান অধিনায়কের। তবে তার দলের অনেক সদস্যের সেই সুযোগ হয়নি অতীতে। চলমান বিশ্বকাপে সুযোগ আসলেও বৃষ্টির কারনে শেষ পর্যন্ত তা হয়নি। যার ফলে আক্ষেপ করেছেন মোহাম্মদ নবি। 

 

নবি বলেন, 'চমৎকার এই মাঠটিতে খেলতে না পেরে খুবই হতাশ হয়েছি। আমি ও রশিদ খান বিগ ব্যাশের অনেক ম্যাচ খেলেছি এখানে। কিন্তু আমাদের দলের অনেকেই এই মাঠে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু এটা আমাদের হাতে নেই। আমরা পরবর্তী ম্যাচের দিকে নজর দিচ্ছি এখন।'

 

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আফগানদের হার ছিল ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচও বৃষ্টি বাঁধায় হয়েছে পরিত্যাক্ত, যেমনটা হয়েছে নিজেদের তৃতীয় ম্যাচে। তবে এসব মাথায় না নিয়ে পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছে নবির দল। 

নবি বলেন, 'আমাদের প্রস্তুতি ভালো ছিল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি এবং ভুলগুলো সংশোধনের চেষ্টা করছি। আমরা ওই দুটি ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে মাঠে নামতে পারিনি।'

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...