ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

শোয়েব মালিক না থাকার আক্ষেপে পুড়ছেন ওয়াসিম আকরাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ১৯:৩১

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ক্রিকেট নিয়ে ক্ষুদ্র জ্ঞান যার মধ্যে রয়েছে সেও দাপটের সাথে প্রশ্ন তুলতে পারবে পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে। কেননা এই জায়গায় পাকিস্তান অনেকটাই পিছিয়ে। বিশেষ করে বর্তমান ক্রিকেট দুনিয়ার সেরা পেস অ্যাটাক থাকা দলটির ব্যাটাররা নিজেরাই খেলতে পারে না ১৪০ এর উপরের বল। জিম্বাবুয়ের পেসারদের সামনে নতজানু অবস্থায় ছিল পাকরা। এই ম্যাচে হারের পর প্রশ্ন উঠেছে বাবরের নেতৃত্বগুণ নিয়েও। বিশেষ করে শোয়েব মালিক না থাকার আক্ষেপে পুড়ছেন ওয়াসিম আকরাম। 

 

পাকিস্তানের সাবেক এই গ্রেট বলেন, ‘যদি আমার শোয়েব মালিককে দলে দরকার হয়, আমি বোর্ড চেয়ারম্যান, বোর্ড নির্বাচকদের বলবো, আমার ওই খেলোয়াড় দরকার। তাছাড়া আমি বিশ্বকাপ খেলবো না। কিন্তু এমনটা হয়নি। এটা তো পাড়ার দল নয় যে, আমার চেনা লোকজন খেলবে। আমি অধিনায়ক হলে, মিডল অর্ডারের জন্য সবার আগে মালিককে দলে নিতাম।’

 

ওয়াসিম আকরাম আরও বলেন, ‘এক বছর আগে থেকেই বোর্ডের লোকজন কিংবা আমরা (ওয়াকার, মিসবাহ, মালিক) জানি যে, মিডল অর্ডার কিছুটা দুর্বল। ওদিকে শোয়েব মালিক দলের বাইরে। আমি যদি অধিনায়ক হতাম, আমার লক্ষ্য কী হতো? বিশ্বকাপ জেতা? সেজন্য আমার যদি গাধাকে ভাই কিংবা বাপ বানানো লাগে আমি বানাতে প্রস্তুত। কারণ আমার বিশ্বকাপ জিততে হবে।’

 

ব্যাট হাতে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ভালো খেলছিলেন। কিন্তু মূল পর্বে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে দু’জনই ব্যর্থ হয়েছেন। ওই ব্যর্থতা পাকিস্তানের মিডল অর্ডার ঢাকতে পারেনি। শান মাসুদ দুই ম্যাচেই ধীর গতির ব্যাটিং করেছেন। মোহাম্মদ নওয়াজ, আসিফ আলীরা ব্যর্থ হয়েছেন। অথচ আসর শুরুর আগে বাবর বলেছিলেন, মিডলের ওপর ভরসা আছে। ওরা অনেক ম্যাচ জিতিয়েছে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...