ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

জিম্বাবুয়ের বিপক্ষে হারে কেঁদেছেন শাদাব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ২২:৪৮

শাদাব খান। ছবি সংগৃহীত শাদাব খান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের হার! ক্রিকেট বিশ্বে অনেকে অঘটন বললেও দিন শেষে ক্রিকেটাই এমন। ম্যাচ দিনে যে দল ভালো খেলবে বিজয়ের হাসি তাদের মুখেই থাকার সম্ভাবনা বেশি। তবে মাঝে মধ্যে অনেক হার ক্ষত সৃষ্টি করে হৃদয়ের গভীরে। যেমনটি হয়েছে পাক অলরাউন্ডার শাদাব খানের ক্ষেত্রে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারের পর কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এমনই এক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

 

ভিডিওতে দেখা যায়, হাঁটু গেড়ে মাথা নিচু করে হাপুস নয়নে কাঁদছেন শাদাব। সেখান থেকে তাকে অনেক কষ্টে একজন টিম স্টাফ ড্রেসিং রুমের ভেতরে নিয়ে যান।

 

শাদাব বর্তমান পাকিস্তান দলে বাবর আজমের ডেপুটি। সেদিনের ম্যাচে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিং ইনিংসে শুরুতে খেল হারানো দলটিকে পথ দেখানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি। ব্যক্তিগত ১৭ রান করলেও শান মাসুদের সাথে জুটি ছিল ৫২ রানে।

নিজেদের প্রথম ম্যাচেও শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারতে হয়েছিল ভারতের কাছে। টানা দুই জয়ে সেমি খেলার পথ অনেকটাই কঠিন দলটির জন্য। 

 

সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে রোববার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...