ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

মালিক থাকলে পাকিস্তান দুই ম্যাচই জিততো-আকিব জাভেদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২ ০৩:২৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষকে বড় স্বপ্ন দেখিয়েছিল বাবর আজমের দল। তবে বিশ্বকাপে দুই ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় পড়েছে দলটি। ভারতের পর হারের মুখ দেখতে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। 

 

বাবর আজম ও সহ পুরো ম্যানেজম্যান্টকে নিয়ে সমালোচনা করা লোকের সংখ্যা দিন দিন বাড়ছেই। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন সাবেক তারকা পেসার আকিব জাভেদ। জাভেদের মতে শোয়েব মালিক থাকলে পাকিস্তান দুটি ম্যাচই জিততো।

 

জাভেদ বলেন, শোয়েব মালিক যদি পাকিস্তান দলে থাকতেন, তবে বাবর আজমরা শুধু জিম্বাবোয়েকেই নয় বরং ভারতকেও হারিয়ে দিতেন। জিও নিউজের সঙ্গে এক আলোচনায় আকিব জাভেদ বলেন, ‘যদি শোয়েব মালিক এই দলে থাকত, এই দু’টি ম্যাচই (ভারত ও জিম্বাবুয়ের বিরুদ্ধে) আমরা জিততাম। সে সব থেকে বেশি ফিট এবং ওর ম্যাচ অ্যাওয়ারনেস সবার থেকে বেশি।'

 

তিনি আরও বলেন, শোয়েব মালিক চূড়ান্ত ফিট এবং তার ম্যাচের পরিস্থিতি সম্পর্তে সচেতনতা বাকিদের থেকে বেশি। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে সুযোগ না দেওয়াতেই বরং পাকিস্তান দলকে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে।’

 

 

পাকিস্তানের পরের তিন ম্যাচ আয়ারল্যান্ড, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুর্ভাগ্য যেভাবে ভর করেছে তাদের ওপর, সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের কাছেও যদি কোনোভাবে হেরে যায়, তাহলে নিশ্চিত বিশ্বকাপ থেকেই বিদায় নিতে হচ্ছে তাদের।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...