ফিলিপসের ব্যাট ও বোল্টের বলে লঙ্কানদের হারাল কিউইরা
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২ ০৩:৩৩

নট আউট ডেস্কঃ আগের ম্যাচে বৃষ্টির কারণে আফগানদের বিপক্ষে মাঠে নামা হয়নি কিউইদের। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ লঙ্কানদের হারালেই প্রায় নিশ্চিত হয়ে যেত কেন উইলিয়ামসনদের সেমিফাইনালের টিকিট। এমন ম্যাচে সিডনিতে আগে ব্যাট করে গ্লেন ফিলিপসের শতকে ১৬৭ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে ট্রেন্ট বোলারদের তোপে ২৫ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই ১০২ রানে গুটিয়ে যায় দলটি। ফলে ৬৫ রানের জয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানের চূড়ায় উইলিয়ামসনরা।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিউই পেসারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। তাতেই পাওয়ার প্লে'র মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। এরপর ভানুকা রাজাপাকসের ব্যাটে লড়াইয়ে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। তবে দলীয় ৫৮ রানে ব্যক্তিগত ৩৪ রানে বিদায় নেন রাজাপাকসে। তাতেই অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা।
শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকা লড়েছেন দলকে সম্মানজনক হার উপহার দিতে৷ তাতেই দলীয় একশ পার করে লঙ্কানরা৷ শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই ১০২ রানে অলআউট হয়ে বড় হারের মুখে পড়ে এশিয়ার চ্যাম্পিয়নরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। কিউইদের পক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া মিচেল স্যান্টনার ও ইশ সোধি নেন ২টি করে উইকেট।
এর আগে ব্যাট করে গ্লেন ফিলিপসের ঝড়ো সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ১০ চার ও ৪ ছক্কায় ৬৪ বলে ১০৪ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। এছাড়া ড্যারিল মিচেল ২২ ও স্যান্টনার করেন ১১ রান। শ্রীলঙ্কার পক্ষে ২ উইকেট নেন কাসুন রাজিথা।
-নট আউট/টিএ
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: