ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ইমাদের ক্যারিয়ার শেষ নয়, প্রয়োজনে ডাক পাবে দলেঃ বাবর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২ ০৫:৫৭

বাবর আজম ও ইমাদ ওয়াসিম। ছবি সংগৃহীত বাবর আজম ও ইমাদ ওয়াসিম। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটের অনেকে প্রত্যাশা করেছিল দলটির বিশ্বকাপ মিশনে সঙ্গী হবেন শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিম। শেষ জায়গা পায়নি দুজনের কেউ। দলের সুযোগ না পাওয়ায় অনেকেই মনে করেছিল ইমাদের ক্যারিয়ার শেষ। তবে অভয় দিলেন বাবর। জানালেন প্রয়োজন হলে আবারও ডাকা হবে তাকে।  

 

ক্রিকউইককে বাবর বলেছেন, 'ইমাদকে আমরা বাদ দিয়েছি এমনটা নয় এবং তার ক্যারিয়ারও শেষ হয়ে যায়নি। তার দরজা খোলা রয়েছে এবং যখন তাকে প্রয়োজন পড়বে আমরা আবারও তাকে ডাকবো।'

 

ইমাদ জায়গা হারিয়েছিল মোহাম্মদ নাওয়াজের কাছে। চলতি বিশ্বকাপে পাকিস্তানের হেরে যাওয়া দুই ম্যাচেই নায়ক হওয়ার সুযোগ ছিল নাওয়াজের সামনে। যদিও শেষ পর্যন্ত হয়েছেন খলনায়ক। ইমাদের চেয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এগিয়ে রয়েছেন বলে নাওয়াজে প্রথম পছন্দ। 

এদিকে বিশ্বকাপের এবারের আসরে ভালো অবস্থানে নেই পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর তারা জিম্বাবুয়ের বিপক্ষেও নাটকীয়ভাবে হেরে গেছে এক রানে। এর ফলে তাদের সেমিফাইনালে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...