ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বাভুমার ইমপ্যাক্ট নেতৃত্বে

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২ ১৭:৩৯

টেম্বা বাভুমা৷ ছবি সংগৃহীত টেম্বা বাভুমা৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: সফলতায় আকাশচুম্বী ভালোবাসা, ব্যর্থতায় পরিবার টেনে কথা, উপমহাদেশের ক্রিকেট সংস্কৃতি অনেকটা এমনই৷ তবে বাইরে দেখা যায় ভিন্নতা৷ যেখানে চরম ব্যর্থতাতেও পাওয়া যায় সম্মান ৷

খেলোয়াড়দের সুসময় ফেরাতে ম্যানেজম্যান্টের সাথে পরোক্ষভাবে কাজ করে সমর্থকরাও৷ যার ফলে সারা বছর ব্যর্থ থাকলেও বিশ্বমঞ্চের সেমিফাইনালে গিয়ে নায়ক বনে যান ম্যাথু ওয়েড৷ এমন অনেক গল্পই রয়েছে, সেসব নিয়ে আলোচনা করা যাবে অন্য কোন দিন৷ ফিরে আসা যাক, গল্পের আসরে প্রাধান্য দেওয়া যাক টেম্বা বাভুমাকে৷

দক্ষিণ আফ্রিকার বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক টেম্বা বাভুমা৷ যার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে রয়েছে হাসি-তামাশা৷ বিশেষ করে এই ব-দ্বীপে৷ অবশ্য যৌক্তিক কারনও রয়েছে৷ শেষ পাঁচ টি-টোয়েন্টিতে রান মাত্র ৭ ৷ যার মধ্যে দুই ম্যাচে আউট হয়েছেন রান শূন্য অবস্থায়৷ ইনিংস সর্বোচ্চ তিন রান৷

এমন পরিসংখ্যানে অবাক হতেই পারেন আপনি৷ যখন শুনবেন তার কারনে ৪৬ গড় আর ১৪০ স্ট্রাইকরেটে ব্যাট করা ক্রিকেটারের সুযোগ হয়না বিশ্বকাপ একাদশে তখন মনের অজান্তে বলে উঠতে পারেন আফ্রিকান ম্যানেজম্যান্ট খেলাই বুঝে না৷

মাথা গরম করেই বাভুমার নেতৃত্বের পারফরম্যান্সে চোখ দিলে আরও অবাক হবেন৷ কেননা ব্যাটার বাভুমা আর নেতা বাভুমার মাঝে পার্থক্য অনেকটা৷ যেমন পার্থক্য ছিল সর্বকালের সেরা অধিনায়ক মাইক ব্রিয়ারলির বেলাতে৷

২০২১ সালের শুরুতে দায়িত্ব পাওয়ার পর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাভুমা৷ যেখানে ৭ হারের বিপরীতে দলটি জয়ের মুখে দেখেছে ১৪ বার৷ একটি ম্যাচ যোগ হয়েছে বাতিলের খাতায়৷ ম্যাচ জয়ের হারের বিচারে যৌথভাবে গ্রেইম স্মিথের সাথে এক নম্বরে রয়েছেন তিনি৷ একটি ম্যাচ জিতলেই ছাড়িয়ে যাবেন স্মিথকেও৷

এদিকে এই সংস্করণে গ্রেইম স্মিথ ও ফাফ-ডু প্লেসিসের পর সবচেয়ে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার তালিকায় নাম্বার ওয়ানে বাভুমা৷

২০১৯ বিশ্বকাপ ব্যর্থতায় ডু-প্লেসিস নেতৃত্ব ছাড়লে যোগ্য নেতা খুঁজে পেতে বেগ পেতে হয়ে আফ্রিকা বোর্ডের৷ কুইন্টন ডি কক দায়িত্ব সামলালেও দীর্ঘ মেয়াদি চাননি৷ উপায়ন্তর না পেয়ে বাভুমাকে বাজিয়ে দেখে বোর্ড৷ যেখানেই পেয়েছে আস্থা ও সফলতার দেখা৷


যদিও ব্যাট হাতে দলকে ভালোই সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখেন তিনি৷ ৫১ টেস্টে করেছেন ২৬১২ রান৷ যেখানে এক শতকের পাশাপাশি অর্ধশতক ১৯টি৷ এছাড়াও ওয়ানডে অভিষেক ম্যাচে শতক করেছিলেন তিনি৷ এখন পর্যন্ত ২০ ম্যাচে করেছেন ৭৩০ রান৷ যেখানে দুই শতকের পাশাপাশি অর্ধশতক সংখ্যাও সমান দুই৷ টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচে করেছেন ৫৬৯৷ 

বাভুমা প্রসঙ্গে ছোট করে বলা যায়, আফ্রিকা ম্যাচ খেলে দশ ব্যাটার নিয়ে, তবে ফিল্ডিংয়ের সংসার ১১ জনই৷ যেখানে ইমপ্যাক্ট রাখে অন্যতম সফল অধিনায়ক৷

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...