কোহলির রুমের ভিডিও ফাঁস, ক্ষেপেছেন আনুশকা!
প্রকাশিত: ১ নভেম্বর ২০২২ ০৭:৫৩

নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এখন পর্যন্ত তিন ম্যাচের মধ্যে প্রথম দুটিতেই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। উইলো হাতে কোহলি যখন বাইশ গজে বোলারদের শাসাচ্ছেন, ঠিক তখনই এক অপ্রীতিকর ঘটনারও হয়েছেন সাক্ষী। অতি উৎসাহী কোনও এক ভক্ত অনুমতি ছাড়াই তার হোটেল রুমে ঢুকে ভিডিও করে তা প্রচার করেছে।
মুহুর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। আজ (৩১ অক্টোবর) সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন কোহলি। সেখানে দেখা গেছে কোনও একজন তার রুমে ঢুকেছেন এবং মোবাইল ফোন দিয়ে তার রুমের ভিডিও ধারণ করছেন। এমন ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন খোদ বিরাট কোহলি নিজেই।
প্রাইভেট স্পেসের ভিডিও ফাঁস হওয়ায় খেপেছেন বিরাটপত্নী আনুশকা শর্মাও। এ ভাবে কারও ব্যক্তিগত জীবনকে বাইরে সবার সামনে উন্মুক্ত করাও অপরাধ বলে মনে করছেন তিনি। ক্ষোভ রাগ প্রকাশ করে আনুশকা লিখেছেন, ‘এভাবে কেউ কি করে কারও প্রাইভেট স্পেসের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারে? এটা অমানবিক!’
‘ব্যক্তিগত পরিসরের ভিডিও তুলে ধরার অভিজ্ঞতার মুখে আগেও পড়েছি। কিন্তু এটা সেই অভিজ্ঞতার থেকেও খারাপ। যে এই ভিডিও দেখবে, সে এটাই বলবে যে তারকাদের ক্ষেত্রে এ রকম হবেই। তাদের জানা উচিত যে, তারাও এই সমস্যার অংশ আর এটা তাদেরও বেডরুম হতে পারে। তাহলে এর শেষ কোথায়?’ যোগ করে বলেন আনুশকা
-নট আউট/টিএ
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: