ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ফিরলেন শরিফুল, বোলিংয়ে বাংলাদেশ 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ নভেম্বর ২০২২ ২৩:৪৬

শরিফুল ইসলাম। ফাইল ছবি শরিফুল ইসলাম। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ জিতলে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মার দলের। আর বাংলাদেশ জিতলেও রান রেটে পিছিয়ে থাকায় তাকিয়ে থাকতে পাকিস্তান ম্যাচের দিকেও। তবে সেমির রেসে থাকতে ম্যাচটি দু'দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। হাইভোল্টেজ এই ম্যাচে আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আগের তিন ম্যাচের মতো গুরুত্বপূর্ণ এই ম্যাচেও বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। ব্যাট হাতে টানা ব্যর্থ হওয়া ওপেনার সোম্য সরকার বাদ পড়েছেন ভারত ম্যাচে। তার পরিবর্তে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।  অন্যদিকে ভারত তাদের একাদশে দীপক হুদার পরিবর্তে এসেছেন অক্ষর প্যাটেল।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...