ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

কোহলির বিশ্বরেকর্ড, ভারতের সংগ্রহ ‘১৮৪’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২ ০১:৪৯

কোহলির ব্যাটে বিরাট সংগ্রহ ভারতের৷ গেটি ইমেজ কোহলির ব্যাটে বিরাট সংগ্রহ ভারতের৷ গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ অ্যাডিলেইডে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছে ভারত। হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ গড়েছে তাঁরা। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ব্যাটারদের তাই দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। 

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় ব্যাটারদের ছেপে ধরে পেসার তাসকিন আহমেদ। সেই সাফল্য বাংলাদেশ পেত পারত ও ইনিংসের তৃতীয় ওভারেই। তবে তাসকিনের বলে রোহিতের তুলে দেওয়া বল হাতছাড়া করেন হাসান মাহমুদ। অবশ্য পরের ওভারেই সেই রোহিতকে ফিরিয়েই শাপমোচন করেন হাসান। 

শুরুতেই রোহিতকে হারিয়ে ভারতের চাপ আরও বাড়ায় তাসকিনের দুর্দান্ত বোলিং। এরপর সেই চাপ ভারত কাটিয়ে উঠে রাহুল-কোহলির ব্যাটে চড়ে। এর মাঝেই কোহলি করেন বিশ্বরেকর্ড। লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনকে টপকে এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান এই ভারতীয় তারকা।

দ্বিতীয় উইকেট জুটিতে রাহুল-কোহলি গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন ফর্মের খোঁজে থাকা রাহুল। এরপর এই ওপেনারকে ফেরান সাকিব আল হাসান। রাহুল ফিরলেও থেমে থাকেনি ভারতের রানের চাকা। সূর্যকুমার যাদবকে নিয়ে কোহলি পার করেন দলীয় একশ রানের গণ্ডি। 

৩০ রান করা সূর্যকুমারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাকিব। তবে শেষ দিকে কোহলির ব্যাটে চড়েই রানের পাহাড় গড়ে ভারত। হাফ সেঞ্চুরি তুলে নেন এই ভারতীয় তারকা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ গড়ে ভারত।

৮ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ নেন তিনটি উইকেট। সাকিব নে৷ দুইটি উইকেট।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...