শান্ত অবদান রাখতে পারলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতোঃ মিসবাহ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২ ০৩:৩২

নট আউট ডেস্কঃ ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয় নিয়ে থাকতে পারে অনেক আলোচনা সমালোচনা। সেসব কিছুতে সাড়া না দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উক হক মনে করেন নাজমুল হোসেন শান্ত কিছুটা অবদান রাখতে পারলেই ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতো।
মিসবাহ বলেন, শুধু একজন রান করেছে ম্যাচের এতো কাছে চলে গিয়েছিল তারা। অন্যদিক থেকে কেউ তাকে সঙ্গ দিতে পারেনি। বিশেষ করে শান্ত গত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল। সে এই ম্যাচে ২৫ বলে ২১ রান করেছে। সে যদি একটু অবদান রাখতে পারতো, লিটন দাসের চাপ কমাতে পারতো তাহলে পরিস্থিতি ভিন্ন হতো।'
বাংলাদেশের ম্যাচ হারে সবচেয়ে বেশি দায় নিতে হবে ব্যাটারদের। কেননা খুব একটা ফর্মে নেই সাকিবের সৈনিকরা। মিসবাহর কথার সারমর্ম অনেকটাই এমন।
মিসবাহ বলেন, '৯ ওভারে ৮৫ রান দরকার ছিল। হাতে আপনার ১০ উইকেট। এই টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ব্যাটাররা ফর্মে নেই। আগের ম্যাচে শুধু শান্ত ৭০ রানের উপরে রান করেছে। অন্যদিক থেকে কেউই রান করতে পারেনি। ব্যাট হাতে সাকিবের যে ফর্ম এটা তাদের চিন্তার বড় কারণ।'
-নট আউট/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: