অজুহাত খুঁজলে উন্নতি হবে নাঃ হার্শা ভোগলে
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২ ০৫:০৬

নট আউট ডেস্কঃ বাংলাদেশ-ভারত ম্যাচ শেষ হওয়ার একদিন হলেও থামেনি উত্তাপ। বিশেষ করে কোহলি ফেক ফিল্ডিং করার পরেও শাস্তি না পাওয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকে মনে করেন সেই পাঁচ রান জরিমানা না দেওয়ায় হারতে হয়েছে বাংলাদেশকে। তবে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে মনে করেন অজুহাত খুঁজলে উন্নতি সম্ভব নয়।
হার্শা বলেন, আমার বাংলাদেশের বন্ধুরা, দয়া করে লক্ষ্য পূরণ না হওয়ার জন্য ফেক ফিল্ডিং বা ভেজা মাঠকে কারণ হিসেবে দেখবেন না। ব্যাটসম্যানদের একজন যদি শেষ পর্যন্ত থাকতো, তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারতো। আমরা যখন অজুহাত খুঁজতে থাকি, তখন উন্নতি করতে পারি না।’
কোহলির ফেক ফিল্ডিং নিয়ে হার্শা বলেন, ‘ফেক ফিল্ডিংয়ের ঘটনায় সত্যিটা হচ্ছে কেউ সেটা দেখেনি। আম্পায়াররা দেখতে পায়নি, ব্যাটসম্যানরাও নয় এবং আমরাও না। ৪১.৫ আইন অনুযায়ী ফেক ফিল্ডিংয়ের শাস্তি আছে কিন্তু কেউ তো দেখেনি। তাহলে কী করবেন!’
মাঠ ভেজা নিয়েও অভিযোগের কমতি ছিল না কোনভাবে। মাঠ নিয়ে হার্শা বলেন, ‘আমি মনে করি না মাঠ ভেজা থাকার ব্যাপারে কেউ অভিযোগ করতে পারে। সাকিব ঠিক ছিল যখন সে বলেছিল ব্যাটিং দলের পক্ষে যাবে এটি। শেষ পর্যন্ত আম্পায়ার ও কিউরেটররা চেষ্টা করে ম্যাচ চালিয়ে নেওয়ার। এবং তারা খুব ভালোভাবে সামাল দিয়েছে, কম সময়ই নষ্ট হয়েছে।’
-নট আউট/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: