‘আফ্রিদির হাতে পাকিস্তানের সাফল্যের চাবি’
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ০৮:২২

নট আউট ডেস্ক: ইনজুরির কারনে এশিয়া কাপ খেলতে পারেননি পাক পেসার শাহিন আফ্রিদি৷ বিশ্বাকাপ শুরুর আগেও শঙ্কায় ছিলেন খানিকটা৷ তবে প্রথম ম্যাচ থেকেই তাকে পেয়েছে টিম পাকিস্তান৷ তবে শুরুর দুইয়ে ছিলেন নিষ্প্রান৷ পরের তিন ম্যাচে নিয়েছেন ৮ উইকেট৷ সুযোগকে কাজে লাগিয়ে দলকে সেমিতে তুলতে রেখেছেন বড় অবদান৷
বর্তমান সময়ে পাকিস্তান দলের বড় ভরসা এই বাঁহাতি পেসার তা বলার অপেক্ষা রাখে না৷ অজি সাবেক অধিনায়ক রিকি পন্টিং তো মনে করেন পাকিস্তানের সাফল্যের চাবি আফ্রিদির হাতে৷
আইসিসির প্রকাশিত এক ভিডিওতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক পন্টিং বলেন, ‘সে (আফ্রিদি) হয়তো বলতে পারে যে, এখনও শতভাগ ফিট হয়নি। তবে আমি যেমনটা দেখেছি, সে দারুণভাবে এগিয়ে যাচ্ছে। টুর্নামেন্টে পাকিস্তানের সামনে এগিয়ে যাওয়ার চাবি তার হাতে।’
পন্টিং আরও বলেন, ‘(আমার কখনও কোনো সন্দেহ ছিল না) কারণ মাঠে নামলে তার সামর্থ্য কী সেটা সবাই জানি। সে যদি শতভাগ ফিট নাও হয়, নিজের ৯০ ভাগ দিয়ে খেলতে পারলেও ম্যাচে অনেক প্রভাব রাখতে পারবে। কারণ সে এতটাই ভালো।’
‘দেখুন, হতে পারে তার নিজের মনের মধ্যে কিছুটা চিন্তা ঢুকে গিয়েছিল কিংবা পাকিস্তানের কোচিং স্টাফ ও অন্যান্য দায়িত্বরতরাও দুর্ভাবনায় পড়েছিল। কিন্তু আর নয়। সে সত্যিই অনেক ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আশা করি পরের দুই ম্যাচেও তা ধরে রাখবে।
-নট আউট/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: