ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ব্যবহৃত উইকেটে দ্বিতীয় সেমিফাইনাল, হোম কন্ডিশনের সুবিধা পাবে ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ০৯:২৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বৈশ্বিক আসরে সাধারণত সেমিফাইনাল ও ফাইনাল এই দুই ম্যাচ অনুষ্ঠিত হয় অব্যবহৃত পিচে৷ অর্থ্যাৎ আসর জুড়ে যে পিচে কোন ম্যাচ হয়নি বেঁছে নেওয়া এমন একটি৷ তবে ব্যতিক্রম হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে৷ এই ম্যাচ অনুষ্ঠিত হবে ব্যবহৃত উইকেটে৷ ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে প্রকাশ করেছে এমন তথ্য৷

ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী, অ্যাডিলেড ওভালে এসে ইংল্যান্ড জানতে পেরেছে যে পুরনো ও ব্যবহৃত পিচে ভারতের বিপক্ষে তাদের খেলতে হবে। দ্বিতীয় সেমিফাইনালের জন্য নতুন বা অব্যবহৃত কোনো উইকেট রাখা হয়নি।


বেন স্টোকস বলেছেন, 'বৃহস্পতিবার পিচ কেমন আচরণ করে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে আমাদের যে পরিস্থিতির মুখেই পড়তে হোক না কেন, সেটার বিশ্লেষণ করা এবং সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল।'

অ্যাডিলেইড ওভালের পিচের চরিত্র অনেকাংশে উপমহাদেশের পিচের মতো৷ অবশ্য এতে ইংলিশদের খুব একটা চাপে পড়ার সম্ভাবনা নেই৷ কেননা তাদের দলে রয়েছে মইন আলী, আদিল রশিদদের মতো স্পিনার। দুজনেই এমন উইকেটে দারুণ কার্যকর।

এদিকে ভারতের জন্য স্বস্তির খবর হবে যে এমন পিচ হলে অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন ছন্দ ফিরে পেতে পারেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...