নিউজিল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে পাকিস্তান
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ০৪:২৬

নট আউট ডেস্কঃ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের দেওয়া ১৫৩ রানে টার্গেট শেষ ওভারে টপকে যায় বাবর আজমের দল।
পাকিস্তানের হয়ে ব্যাট হাতে মোহাম্মদ রিজওয়ান ৫৭ ও বাবর আজম করেন ৫৩ রান। এই ওপেনিং জুটি থেকে আসে ১০৫ রান। শেষ দিকে ২৬ বলে ৩০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় মোহাম্মদ হারিস।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি নিউজিল্যান্ডের। প্রথম ওভারের তৃতীয় বলেই শাহিন আফ্রিদির বলে আউট হয় ফিন অ্যালেন। ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে এগিয়ে নিয়ে যায় অধিনায়ক কেন উইলিয়ামসন ও মিচেল ডারিল মিচেল। উইলিয়ামসন ৪৬ রানে আউট হলেও অর্ধশতক তুলে নেয় মিচেল। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৩ রানে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ১৫২ রান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ১৫২/৪ (ড্যারিল ৫৩*, উইলিয়ামসন ৪৬; শাহীন ২/২৪)।
পাকিস্তান: ১৫৩/৩ (রিজওয়ান ৫৭, বাবর ৫৩; বোল্ট ২/৩৩)।
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী এবং ফাইনালে।
ম্যাচসেরা: মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: