বাবরকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন গাভাস্কার
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২ ২১:৪২

নট আউট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে নিশ্চিত করে বাজি ধরবে এমন বুদ্ধিমান মানুষের সংখ্যা হয়তো খুব বেশি হবে না। কেননা দলটির চরিত্র এমনই। কখন, কিভাবে কি করে বসবে তা আগে থেকে বলা মুশকিল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতীদ্বন্দী ভারতের কাছে হারের পর হেরেছিল জিম্বাবুয়ের কাছেও। এরপর টানা চার জয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে।
এদিকে গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে ছন্দে না থাকা বাবর ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সেমিফাইনালে। দেখাও পেয়েছে অর্ধশতকের। এবার অপেক্ষার পালা ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জয়ের। এই বিশ্বকাপ জিততে পারলেই বাবর ভবিষ্যতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বলে মনে করেন সুনীল গাভাস্কার।
গাভাস্কর বলেন, ‘যদি পাকিস্তান বিশ্বকাপে জেতে তাহলে ২০৪৮ সালে বাবর আজম পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে।’
১৯৯২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েই প্রথমবার বিশ্বসেরার মুকুট জিতেছিল পাকিস্তান। এবারেও দলটির ফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ড। তাই এ বিশ্বকাপে সে বিশ্বকাপের ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই। যেহেতু সে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন ইমরান খান, যিনি পরবর্তীতে এসে দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সুর ধরেই হয়তো বাবরকে প্রধানমন্ত্রী বানানোর কথা বলেছিলেন গাভাস্কার।
-নট আউট/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: