ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

স্বপ্নপূরণ না করেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ ০৩:৩৩

বিরাট কোহলি। ছবি সংগৃহীত বিরাট কোহলি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারতের ক্রিকেটে তো বটেই বিশ্ব ক্রিকেটের সোনালী অধ্যায়ে থাকবেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। দীর্ঘ সময় গেল এশিয়া কাপে দেখা পেয়েছেন শতকের দেখা। আইসিসির সবশেষ মাসসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে করেছেন ৪০ বলে ৬০ রান। অবশ্য ম্যাচটি জেতা হয়নি ভারতীয় দলের।

 

ম্যাচ শেষে অনেকটা নির্বাসনে চলে গিয়েছিলেন কোহলি। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন দাবিই করেছিল ভারতীয় মিডিয়াগুলো। ম্যাচ শেষে ডাক আউটে অধিনায়ক রোহিতের চোখে যখন পানি, কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোথাও ছিলেন না তিনি। পরাজয়ের পর সোশ্যাল সাইটেও দেখা মিলে নি কোহলির। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার ধাক্কা সামলাতে তার ১৮ ঘণ্টা লেগে গেছে। এবার নিরবতা ভেঙ্গে সামনে প্রকাশ করছেন কষ্টের কথা।  

 

সোশ্যাল মিডিয়ায় কোহলি লিখেছেন, 'স্বপ্নপূরণ না করেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে। হতাশ হৃদয় নিয়ে ফিরছি আমরা। কিন্তু দল হিসাবে বেশ কিছু ভালো মুহূর্তও পেয়েছি। আমাদের লক্ষ্য থাকবে আরও ভালো খেলে ফিরে আসা। '

 

চিরপ্রতীদ্বন্দী পাকিস্তানের বিপক্ষে দূর্দান্ত ব্যাটিং ছাড়াও চলমান আসরে ৬ ম্যাচে ২৯৬ রান করেছেন কোহলি। ফাইনালে উঠতে পারলেই তৃতীয়বারের মত হতেও পারতেন আসর সেরা খেলোয়াড়।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...