ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ ০০:৪১

নট আউট ডেস্কঃ ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) মহাগুরুত্বপূর্ণ ফাইনালে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও ইংল্যান্ড।
বৃষ্টির শঙ্কা থাকলেও, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ফলে টস হারা পাকিস্তান মেগা ফাইনালে আগে করবে ব্যাট। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে দু'দলের একাদশেই নেই কোন চমক। সেমিফাইনালে খেলা একাদশ নিয়েই মাঠে নামছে পাকিস্তান- ইংল্যান্ড। বিশ্বকাপ জিতলেই ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে দুই বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ২০০৯ ও ১০ বিশ্বকাপ জয়ীদের সামনে।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াশিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, বেন স্টোকস, হ্যারি ব্রুক, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্দান, স্যাম কারেন।
-নট আউট/টিএ
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: