ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দ.আফ্রিকা
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৩

নট আউট ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছে দলটি। সেই ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠার স্বাদ পেয়েছে প্রোটিয়ারা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্বাগতিকরা পাচ্ছে রেকর্ড সংখ্যকবার ফাইনাল খেলা অস্ট্রেলিয়াকে।
এদিন আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার নারীরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করেন। দলটির পক্ষে দুই ওপেনার লৌরা ওলভারট ৫৩ ও তাজমান ব্রিটস ৬৮ রানের ইনিংস খেলেন।
জবাবে দারুণ শুরুর পরও প্রোটিয়া বোলার ও ফিল্ডারদের দৃঢ়তায় ইংল্যান্ড ডুবে তীরে এসে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে থেমে যায় ইংলিশ নারীদের ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ব্রান্ট। এছাড়া ওপেনার ড্যানি ওয়াট করেন ৩৪ রান। অধিনায়ক হিদার নাইট করেন ৩১ রান।
প্রোটিয়া পেসার আয়াবোঙ্গা খাকা ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া শবনিম ইসমাইল ২৭ রানে নেন ৩ উইকেট।
আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা।
-নট আউট/টিএ
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: