২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল নামিবিয়া
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩ ১০:০৯

নট আউট ডেস্কঃ ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে নামিবিয়া। আফ্রিকান বাছাইপর্ব থেকে জায়গা পেয়েছে দলটি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) উইন্ডহকে তানজানিয়ার বিপক্ষে ৫৮ রানের জয়ে বৈশ্বিক এই আসরে পা রেখেছে ঈগলসরা।
পাঁচে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। এর আগে, বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ে, উগান্ডা, রুয়ান্ডা আর কেনিয়াকে হারিয়েছে নামিবিয়া। এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলবে নামিবিয়া।
উল্লেখ্য, ফুটবলের মতো ক্রিকেটকে পৃথিবীব্যাপী জনপ্রিয় করে তুলতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়েছে আইসিসি। তাই এবার ২০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর আগে, ২০২১ সালে ১২ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল।
-নট আউট/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: