ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অভিজ্ঞ দুই ক্রিকেটারকে ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৪ ২০:৩৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ১৮তম দেশ হিসেবে বিশ্বকাপ দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে ডাচদের নেতৃত্বে থাকছেন উইকেট রক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ডস। বিশ্বকাপ দলে রীতিমত বড় চমকই রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড। তরুণদের জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ সদস্যকে। 

নেদারল্যান্ডস ক্রিকেটে রোয়েলফ ভ্যান ডার মারওয়ে ও কলিন অ্যাকারম্যান নির্ভরযোগ্য নাম। এই দুইজন ক্রিকেটার জায়গা পায়নি বিশ্বকাপ দলে। তাদের জায়গায় বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলে, তরুণ পেসার কাইল ক্লেইন এবং হার্ড-হিটিং ওপেনার মাইকেল লেভিট সুযোগ পেয়েছেন।

গত ফেব্রুয়ারিতে নেপালে ত্রিদেশীয় সিরিজে নামিবিয়ার বিপক্ষ ৬২ বলে ১৩৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছিলেন লেভিট। এদিকে, পরিচিত মুখদের মধ্যে স্কট এর্ডওয়ার্ডস ছাড়াও আছেন তারকা অলরাউন্ডার বাস ডি লিড। আরও আছেন লোগান ফন ভিক, ম্যাক্স ও'ডাউডরাও।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...