ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

বিশ্বকাপে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৪ ১৭:৫১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশর প্রথম ম্যাচ ৮ জুন। ২ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ যথাক্রমে ২৮ মে ও ১ জুন। 

 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৮ মে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে টেক্সাসের গ্রান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি হবে ১ জুন। 

আইসিসির সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে। প্রথমদিন কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি ও নামিবিয়া-উগান্ডা মুখোমুখি হবে। পরের দিন শ্রীলঙ্কা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া-নামিবিয়িা মুখোমুখি হবে। প্রস্তুতি ম্যাচে পরপর দু’দিন ম্যাচ খেলার ক্লান্তি নিয়ে নামিবিয়ার আপত্তি থাকতে পারে। যদিও অজিদের বিপক্ষে ম্যাচ পাওয়াই তাদের জন্য বড় বিষয়।



-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...