ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ম্যাকগার্ক-শর্ট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৪ ১২:০৪

জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। ফাইল ছবি জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশ দিয়ে আলোচনায় এসেছিলেন অজি তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। গত ফেব্রুয়ারিতে ক্যারিবীয়দের বিপক্ষে হয়েছে ওয়ানডে অভিষেক। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড়ই তোলেন ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি জার্সিতে অভিষেক না হলেও, অনেকে ভেবেই নিয়েছিল হয়তো অজিদের বিশ্বকাপ দলেও জায়গা হয়ে যাবে ম্যাকগার্কের। তবে, ঘোষিত অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তিনি। 

এদিকে স্কোয়াডে সুযোগ না পেলেও, রিজার্ভ ক্রিকেটার হিসেবে দুই জনের নাম ঘোষণা করেছে অজিরা। যেখানে ম্যাথু শর্টের সঙ্গে রাখা হয়েছে ম্যাকগার্কেও। আইপিএলের দারুণ পারফরম্যান্সেরই পুরষ্কার হিসেবেই রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের বিমান ধরা হচ্ছে ম্যাকগার্কের। অন্য দিকে ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছেন শর্ট। গেল বিগ ব্যাশ লিগে টুর্নামেন্টসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার , অ্যাডাম জাম্পা।

ট্রাভেলিং রিজার্ভ: জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও ম্যাথু শর্ট। 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...