ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

প্রথম ম্যাচ থেকেই কি খেলতে পারবেন তাসকিন?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৪ ১৬:০৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কা নিয়েই সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাসকিন আহমেদ। দল ঘোষণার পর অধিকাংশের আগ্রহ ছিল কবে ফিট হয়ে ফিরবেন তাসকিন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি এই পেসার। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে দেখা যাবে না একাদশে। তবে কি মূল পর্বেও ম্যাচ মিস করবেন তাসকিন। 

 

শ্রীলঙ্কার বিপক্ষে ৭ জুনের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। অর্থাৎ তাসকিন ফিট হতে এখনও সময় পাচ্ছেন ১১ দিন। গতকাল ছোট রান আপে তাসকিনের বোলিং ভিডিও প্রকাশ করেছে বিসিবি। এতেই আশা জেগেছে প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়া নিয়ে। 

বিশ্বকাপে বাংলাদেশ দলঃ নাজমুল হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ–অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান।

 রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...