বেরসিক বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি ইংল্যান্ড-স্কটল্যান্ডের
প্রকাশিত: ৫ জুন ২০২৪ ০১:১০

নট আউট ডেস্কঃ বিশ্ব মঞ্চে ইউরোপীয়ান কোন দলের বিপক্ষে এখন পর্যন্ত জয় পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই অপয়া স্মৃতি সঙ্গী করেই, স্কটিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করার কথা ছিল জস বাটলারদের। কিন্তু এদিন বাঁধা হয়ে দাঁড়ায় কেনিংটন ওভালের বেরসিক বৃষ্টি।
বৃষ্টি বাগড়ায় এদি দফায় দফায় বন্ধ থাকে খেলা। এমনকি ম্যাচ নেমে আসে কার্টেল ওভারেও। বাকি যে সময়টায় খেলা গড়িয়েছে মাঠে, দাপট দেখিয়েছে স্কটিশরাই। কিন্তু এরপরেও বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা হয়েছে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ। ফলে, এক পয়েন্ট করেই এদিন সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। দুই ওপেনার জর্জ মুন্সে ও জোনেসের ব্যাটে উড়ন্ত সূচনাই পায় স্কটিশরা। বৃষ্টির কথা মাথায় রেখেই দু'জনই দ্রুত তুলতে থাকেন রান। তাতেই পাওয়ার প্লের ছয় ওভারে স্কটিশরা তোলে কোন উইকেট না হারিয়ে ৪৯ রান। এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে, বন্ধ থাকে খেলা।
বৃষ্টি থামার পর ম্যাচ নেমে আসে কার্টেল ওভারে। যার ফলে, ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে। বৃষ্টির পরও চলতে থাকে দুই স্কটিশ ওপেনারের রান উৎসব। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে বিনা উইকেট হারিয়ে ৯০ রান তোলে স্কটল্যান্ড। ফলে, জয়ের জন্য বৃষ্টি আইনে ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ১০৯ রানের। ৪ চার ও ২ ছক্কায় মুন্সে করেন ৪১ রান। ৪ চার ও ২ ছক্কায় ৪৫ রান করেন জোনেস। স্কটল্যান্ডের ইনিংস শেষের পর ম্যাচে ফের বাগড়া দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন অন ফিল্ড আম্পায়াররা।
-নট আউট/টিএ
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: