ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

আইরিশদের উড়িয়ে দিয়ে দাপুটে শুরু ভারতের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৪ ২৩:৪৬

বিরাট কোহলি ও রোহিত শর্মা। গেটি ইমেজ বিরাট কোহলি ও রোহিত শর্মা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ রান উৎসব দিয়েই পর্দা উঠেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ওমান মিলে তুলেছিল প্রায় চারশ রান। এরপরই যেন শুরু হয়ে যায় লো স্কোরিং সব ম্যাচ। বিশ্বকাপের অষ্টম ম্যাচেও সেই ধারা অব্যাহত থাকল। যেখানে ভারতের বিপক্ষে আইরিশরা তুলতে পারেনি একশ রানও। জবাবে ভারত অবশ্য দাপট দেখিয়েই ম্যাচটা জিতে নিয়েছে।

নিউইয়র্কে এদিন টুর্নামেন্টের হট ফেভারিট ভারত মাত্র ৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নামে। ভারতের হয়ে এদিন ইনিংস ওপেন করতে আসেন দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। ইনিংসের প্রথম ওভারে রোহিত একটা জীবনও পান। তবে, অন্যপ্রান্তে কোহলি ফিরেন মাত্র ১ রান করে। এরপর তিনে ব্যাট করতে আসেন দীর্ঘ প্রায় ২০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ঋষভ পান্থ। 

দ্বিতীয় উইকেট জুটিতে রোহিত শর্মা ও পান্থ ভারতকে বড় জয়ের পথেই রাখেন। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। প্রথম ওভারে জীবন পাওয়া রোহিত তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপরেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ভারতীয় কাপ্তান। ফেরার আগে ৪ চার ও ৩ ছক্কায় তিনি করেন ৫২ রান।

তৃতীয় উইকেটে পান্থকে সঙ্গ দেন সূর্যকুমার যাদব। দলকে অবশ্য জয়ের বন্দরে রেখেই সাজঘরে ফিরেন সূর্য। শেষ পর্যন্ত ৮ উইকেট ও ৪৬ বল হাতে রেখেই দাপুটে জয় পায় ভারত। ৩ চার ও ২ ছক্কায় পান্থ করেন ৩৬ রান।

এর আগে ব্যাট করে ভারতীয় বোলারদের তোপে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ২টি করে চার ও ছক্কায় ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন গেরেথ ডেলেনি। এছাড়া জস লিটলের ব্যাট থেক আসে ১৪ রান। বাকিদের মধ্যে কার্টিস ক্যাম্পার ও লরকান ট্রাকার পৌঁছাতে পারেন দুই অঙ্কের ঘরে। ভার‍তের পক্ষে হার্দিক পান্ডিয়ার শিকার ৩ উইকেট। এছাড়া জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং নেন ২ উইকেট করে। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...