ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

হুমকি দিয়ে ম্যাচ হার, ওমান অধিনায়ক বললেন, ‘ইতিবাচক জিনিস দেখায় না গণমাধ্যম’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ জুন ২০২৪ ১৯:৩৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৯ রানে ম্যাচ হেরছে ওমান। অজিদের বিপক্ষে ওমানের ম্যাচ হারকে বড় করে দেখার সুযোগ নেই। তবে ম্যাচের আগে ওমান অধিনায়কের বক্তব্য জন্ম দিয়েছে নতুন করে আলোচনার। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ওমান অধিনায়ক বলেন, ‘একবার মাঠে খেলতে নেমে যাওয়ার পরে কোন দল বড় বা কোন দল ছোট তা একেবারেই গুরুত্বপূর্ণ নয়। এই ম্যাচটা আর পাঁচটা ম্যাচের মতোই আরও একটা ম্যাচ আমাদের কাছে।’

ওমান অধিনায়ক আরও বলেছিলেন, ‘প্রথমত এটি বড় বিষয়, বিশ্বকাপের মূল পর্বে খেলা, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলা। তো এটি ভালো অভিজ্ঞতা। এই যে বড় নাম বা বড় ব্যাপার, এসব মাঠের বাইরের বিষয়। মাঠে নামার পর কোনো বড় নাম নেই। মাঠে নিজের চেয়ে বড় কেউ নেই। তো এটি আমাদের জন্য আরেকটি ম্যাচ এবং আমরা এটি ভাবছি না বিশেষ কারও বিপক্ষে খেলতে যাচ্ছি।’

অজিদের বিপক্ষে ম্যাচ হারের পর অধিনায়কের বক্তব্য নিয়ে প্রশ্ন উঠে সংবাদ সম্মেলনে। সাংবাদিকদের করা প্রশ্নে বিরক্ত হয়ে ওমান অধিনায়ক বলেন, গণমাধ্যম শুধু নেতিবাচক জিনিসটাই প্রচার করে। 

ওমান অধিনায়ক বলেন, ‘গণমাধ্যমের ব্যাপারটা হলো, তারা ইতিবাচক জিনিসটা দেখায় না। তারা শুধু নেতিবাচকই দেখায়। অবশ্যই তারা সেরা ক্রিকেটার। আমরা ক্রিকেটার হিসেবে তাদের সম্মান করি, যেমনটা অন্যদেরও করি। কিন্তু যখন মাঠে নামি, তখন নিজেদের চেয়ে বড় কেউ নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের বোলাররা ভালো করেছে। ১৪তম ওভার পর্যন্ত খেলায় আমাদের দখল ছিল। আমি একটি ক্যাচ নিতে সফল হয়েছি, আমাদের একজন প্রাক্তন অধিনায়ক জিশান একটি ক্যাচ ফেলেছিলেন এবং সেটি অনেক উঁচুতে ছিল। আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন ক্যাচ (ম্যাক্সওয়েলের বলে) নিতে চেয়েছিলাম।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...