ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ জুন ২০২৪ ০৬:১৫

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। ফাইল ছবি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সপ্তাহ খানেক আগেই পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এদিকে আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচেই টাইগাররা সামনে পাচ্ছে লঙ্কানদের। যারা কিনা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শুরু করেছে বিশ্বকাপ। 

শ্রীলঙ্কার যেখানে ম্যাচটি বাঁচা-মরার, সেখানে বাংলাদেশের জন্য দারুণ শুরুর সুযোগ। এমন ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তর। আর টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। অর্থাৎ টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা। 

চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজ মিস করেছিলেন। তবে, বিশ্বকাপের প্রথম ম্যাচ দিয়ে ফিরলেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ অবশ্য পাচ্ছে না আরেক পেসার শরীফুল ইসলামের সার্ভিস। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পান তিনি। এছাড়া একাদশে সৌম্য-লিটন থাকছেন দু'জনই।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। 

শ্রীলঙ্কা একাদশ:পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, মাতিশা পাতিরানা ও নুয়ান তুশারা। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...