প্রোটিয়াদের হারাতে বাংলাদেশের চাই ‘১১৪’
প্রকাশিত: ১০ জুন ২০২৪ ২২:১৯

নট আউট ডেস্কঃ টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই টাইগার পেসারদের তোপের মুখে পড়ে দলটি। তাতেই পাওয়ার প্লের মধ্যে দলটি হারায় ৪ উইকেট। যার তিনটিই নেন পেসার তানজিম সাকিব। পঞ্চম উইকেট জুটিতে প্রোটিয়াদের হাল ধরেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। এই দু'জন মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন।
নিউইয়র্কের স্লো উইকেটে দু'জনই ওয়ানডে মেজাজে করতে থাকেন ব্যাট। মাঝে একবার রিয়াদের বলে ক্যাচে তুলে দিলেও উইকেটের পেছনে থাকা লিটন দাস সেটা লুফতে হয়েছেন ব্যর্থ। মিলার-ক্লাসেন মিলে গড়েন এদিন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করা ক্লাসেনকে ফেরান তাসকিন।
২৯ রান করা করা মিলারকে ফেরান রিশাদ হোসেন। শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে ১৮ রানে ৩ উইকেট নেন পেসার তানজিম সাকিব। ১৯ রানে তাসকিন আহমেদ নেন ২ উইকেট।
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: