১৯ বলে ওমানকে হারাল ইংলিশরা
প্রকাশিত: ১৪ জুন ২০২৪ ০৯:৩১

নট আউট ডেস্কঃ সুপার এইটে যেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পথটা ছিল খানিকটা কঠিনই। কেননা, স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি ও অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে দলটির শঙ্কা জেগেছিল সুপার এইটে খেলা নিয়ে। তাই নিজেদের শেষ দুই ম্যাচ জিতলেই কেবল চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও। এমন অবস্থায় ওমানকে স্রেফ বিধ্বস্ত করে টিকে থাকল ইংলিশরা।
অ্যান্টিগুয়ায় এদিন মাত্র ৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নামে ইংল্যান্ড। রান রেট বাড়িয়ে নিতে এদিন স্বাভাবিকভাবেই ঝড় তুলেছে দলটি। সেই ঝড়টা এদিন কাজেও লেগেছে বেশ। ৪৮ রান তুলতে এদিন ইংল্যান্ডকে খরচ করতে হয়েছে মোটে ১৯ বল, হারিয়েছে ২ উইকেট। তাতেই ৮ উইকেটের বড় জয়ে রান রেটে বেশ খানিকটা এগিয়ে গেল ইংলিশরা।
এদিন ৪ চার ও ১ ছক্কায় ইংলিশ অধিনায়ক জস বাটলার করেন ৮ বলে ২৪ রান৷ এছাড়া ফিল সল্ট করেন ১২ রান।
এর আগে ব্যাট করে ইংল্যান্ড বোলারদের তোপে মাত্র ৪৭ রানে গুটিয়ে যায় ওমান। দলের পক্ষে একমাত্র শোয়েব খান করেন ১১ রান। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ নেন ৪ উইকেট। জফরা আর্চার ও মার্ক উড নেন ৩ উইকেট করে।
-নট আউট/টিএ
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: