ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

গাউসের চেষ্টাকে বৃথা করে জিতল প্রোটিয়ারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৪ ০০:০৩

জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নেমে এসেছে ৮ দলে। আজ (বুধবার) থেকে শুরু হয়েছে সুপার এইটের লড়াই। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র। যেখানে রান উৎসবের ম্যাচে জিতে জয়রথ ছুটছে প্রোটিয়াদের।

অ্যান্টিগুয়ার ব্যাটিং স্বর্গে এদিন আগে ব্যাট করে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা তুলেছিল ১৯৪ রানের পাহাড়। রান খরায় ভুগতে থাকা প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ৭ চার ও ৫ ছক্কায় করেন ৭৪ রান। এছাড়া এইডেন মার্করাম করেন ৪৬ রান। শেষ দিকে ক্লাসেন ৩৬ ও স্ট্রাবস করেন ২০ রান।

জবাব দিতে নেমে যুক্তরাষ্ট্রের ব্যাটাররাও ছেড়ে কথা বলেনি। নিয়মিত বিরতিতে দলটি উইকেট হারালেও, ওপেনার গাউস দলকে দেখান জয়ের স্বপ্ন। শেষ দিকে তাকে দারুণ সঙ্গ দেন হারমিত সিং। গাউস তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিং এদিন গড়ে দেয় ম্যাচের পার্থক্য। তাতেই ১৭৬ রানে থামে যুক্তরাষ্ট্র। ১৮ রানের জয়ে সুপার এইটে জয় দিয়েই শুরু করল দক্ষিণ আফ্রিকা। ৫টি করে চার ও ছক্কায় গাউস অপরাজিত থাকেন ৮০ রান করে। হারমিত সিংয়ের ব্যাট থেকে আসে ৩৮ রান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...