ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৪ ০৬:২৭

প্র‍্যাক্টিসে বাংলাদেশ। ছবি: বিসিবি প্র‍্যাক্টিসে বাংলাদেশ। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ অ্যান্টিগায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট পর হয়েছে টস। যেখানে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। সুপার এইটের লড়াইয়ে এটাই দুই দলের প্রথম ম্যাচ। যেখানে অজিদের একধিক পরিবর্তনের ম্যাচে, বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন।

সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে দুই দলের জন্যই ম্যাচটি হতে যাচ্ছে সমান গুরুত্বপূর্ণ। যেখানে বাংলাদেশ এই ম্যাচে এনেছে একটি পরিবর্তন। বাদ পড়েছেন জাকির আলি, অন্যদিকে একাদশে ফিরেছেন শেখ মেহেদী। এদিকে অস্ট্রেলিয়ার একাদশে এসেছে দুইটি পরিবর্তন। একাদশে ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। তাদের জায়গা করে দিয়েছেন অ্যাশটন অ্যাগার ও নাথান এলিস।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

 

-নট আউট/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...