ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৪ ১০:০৩

গুলবাদুন নাইবের বিধ্বংসী বোলিং। গেটি ইমেজ গুলবাদুন নাইবের বিধ্বংসী বোলিং। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও, গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য এক ইনিংসের কাছে হারতে হয়েছিল আফগানিস্তানকে। সেন্ট ভিনসেন্টে এবার বাগে পেয়ে আগেরবারের ভুলটা করেনি আফগানরা। তাতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি করেই সেমিফাইনালের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে গেল রশিদ খানরা।

এদিন আগে ব্যাট করে শতাধিক রানের উদ্বোধনী জুটি গড়েও, আফগানিস্তানকে থামতে হয়েছিল ১৪৮ রানে। অবশ্য সেন্ট ভিনসেন্টের এই উইকেটে এই রানই ছিল অজিদের চ্যালেঞ্জ জানানোর মত যথেষ্ট। জবাব দিতে নেমে শুরু থেকেই আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনঠাসা থাকে অজিরা। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৭ রানেই থামে মিচেল মার্শের। ২১ রানে জিতে ইতিহাস তৈরি করল আফগানরা।

১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন অজি ওপেনার ট্রাভিস হেড। এরপর মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারও ফিরে যান পাওয়ার প্লের মধ্যেই। তাতেই চাপে পড়ে অজিরা। চর্তুথ উইকেট জুটিতে দলের হাল ধরেন ইনফর্ম মার্কাস স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল। দু'জন মিলে যোগ করেন ৩৯ রান। ১১ রান করে ফিরে যান স্টয়নিস।

গুলবাদিন নাইবের বোলিংয়ে ফিরে যান টিম ডেভিডও। তবে একপ্রান্ত আগলে দলকে লড়াইয়ে রাখেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়াংখেড়েতে ওয়ানডে বিশ্বকাপে অবিশ্বাস্য ইনিংস খেলা ম্যাক্সওয়েল এদিনও ব্যাট হাতে তুলে নেন ফিফটি। তবে দলীয় একশ পার করতেই ফিরেন তিনি। গুলবাদিনের শিকার হয়ে ৬ চার ও ৩ ছক্কায় ফিরেন ৫৯ রান করে। ম্যাক্সওয়েলের বিদায়ে আফগানরা পেয়ে যায় জয়ের মোমেন্টাম।

শেষ দিকে প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পারা ফিরলে ১২৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে, ২১ রানের ঐতিহাসিক জয় পায় আফগানিস্তান। দলটির পক্ষে ৪ উইকেট নেন গুলবাদিন নাইব। নাভিন উল হক নেন ৩ উইকেট।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...