ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের বিশ্বরেকর্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৪ ১০:৩৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে খেলতে এসেছিলেন সাকিব আল হাসান। সংক্ষিপ্ত ফরম্যাটে এই বিশ্বকাপে উইকেটে ফিফটি পূরণ করতে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রয়োজন ছিল তিনটি উইকেট।

প্রথম তিন ম্যাচে বল হাতে উইকেট না পেলেও নেপালের বিপক্ষে ম্যাচে পেয়েছিলেন দুই উইকেট। অ্যান্টিগায় ভারতের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ৫০ উইকেট পূর্ণ করেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ৪২তম ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।

দ্বিতীয় ওভার করতে এসে প্রথম ৩ বলে সাকিব দিয়েছিলেন ১০ রান। লেংথ কমিয়ে এনেছিলেন, তাতেই কাজের কাজ হয়েছে। জায়গা নিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন রোহিত। মিড অফে ক্যাচটি নিয়েছেন জাকের আলী।

এখন পর্যন্ত আইসিসির বিশ্বকাপ ইভেন্টে এটি সাকিবের ৯৩তম উইকেট। তার ওপরে এই তালিকায় আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। অজি তারকার উইকেট ৯৫টি। মালিঙ্গার উইকেট সংখ্যা ৯৪।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...