ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

বাটলার ঝড়ে সবার আগে সেমিতে ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৪ ২৩:৫১

ঝড় তোলেন বাটলার। গেটি ইমেজ ঝড় তোলেন বাটলার। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সুপার এইটে উঠতে অনেকটা কাঠখড় পোহাতে হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। কিন্তু সেই দলটাই কিনা সুপার এইটে উঠে গেল বদলে। তাতেই সবার আগে সেমির টিকিটটা কেটে ফেলেছে জস বাটলারের দল। ফলে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নক আউট। যেখানে জয়ী দল চলে যাবে সেমিফাইনালে।

বার্বাডোসে এদিন আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র তুলেছিল মোটে ১১৫ রান। সর্বোচ্চ ৩০ রান করেন নিতিশ কুমার। এছাড়া কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে আসে ২৯ রান। হারমিত সিংয়ের ব্যাটে আসে ২১ রান। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান একাই নেন ৪ উইকেট। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন দুই ইংলিশ ওপেনাত জস বাটলার ও ফিল সল্ট। দু'জনই এদিন রীতিমতো চালিয়েছেন তাণ্ডব। তাতেই জয় পেতে ইংলিশদের খেলতে হয়েছে মোটে ৫৮ বল। ৬২ বল ও ১০ উইকেট হাতে রেখে পাওয়া বিশাল জয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট কাটে ইংল্যান্ড। ৬ চার ও ৭ ছক্কায় ৮৩ রান করেন জস বাটলার।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...