ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

ক্যারিবীয়দের বিদেয় করে সেমিতে দক্ষিণ আফ্রিকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৪ ১১:১৪

জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আইসিসির কোন ইভেন্টে দক্ষিণ আফ্রিকার জন্য সবচেয়ে বড় বাধা যেন হয়ে থাকে বৃষ্টিই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই বৃষ্টিই হয়ে এসেছিল বড় বাধা হয়ে। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ১৭ ওভারে ১২৩ রান। ঠিক ১৭তম ওভারের প্রথম বলে ওবেদ ম্যাকয়কে ছক্কা মেরে প্রোটিয়াদের সেমিতে তুলে দেন মার্কো ইয়ানসেন।

১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ রানের মধ্যেই দুই ওপেনার কুইন্টন ডি কক (১২) ও রেজা হেনডিক্সের (০) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এই দুই ওপেনারকেই ফেরান আন্দ্রে রাসেল। এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। যার কারণে বন্ধ থাকে খেলা। বৃষ্টি থামলে ম্যাচ গড়ায় কার্টেল ওভারে। যেখানে নতুন টার্গেটে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১২৩ রান।

বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে এইডেন মার্করাম ট্রিস্টান স্টাবস দক্ষিণ আফ্রিকার হাল ধরেন। তবে, দলীয় পঞ্চাশ পার করার আগে আফ্রিকা হারায় মার্করামের উইকেট। এরপর নেমে ১০ বলে ২২ রানের ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। এরপর ডেভিড মিলারকে ফিরিয়ে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় একশ রানের মাথায় স্টাবস ফিরলে ম্যাচ দুলতে থাকে পেন্ডুলামের মতো। 

শেষ পর্যন্ত মার্কো ইয়ানসেনের বীরত্বে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। স্টাবস করেন ২৯ রান। ২১ রান করে অপরাজিত থাকেন ইয়ানসেন।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...