ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

আফগানদের নিয়ে ছেলেখেলায় মেতে ফাইনালে প্রোটিয়ারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৪ ০৯:১৩

পাত্তাই পায়নি আফগানিস্তান। গেটি ইমেজ পাত্তাই পায়নি আফগানিস্তান। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বিশ্ব মঞ্চে দুর্দান্ত শুরু করে সেমিফাইনালে এসে খেই হারায় বলেই বেশ আগেই দক্ষিণ আফ্রিকার নামের পাশে ‘চোকার্স’ তকমাটাও জুড়ে গেছে বেশ ভালোভাবেই। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল এইডেন মার্করামের দল। তবে, এবার আর কোনো অঘটন ঘটতে দেয়নি প্রোটিয়ারা। রীতিমতো একক অধিপত্য দেখিয়ে প্রথমবার সেমিতে ওঠা আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে দলটি। রশিদ খানদের মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে, ৯ উইকেটের বিশাল জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রান তাড়াই এদিন করতে নেমেছিল প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল হাতছানি দেওয়া দক্ষিণ আফ্রিকা। তবে শুরুতেই ইনফর্ম পেসার ফজল হক ফারুকীর শিকার হয়ে ফিরেন কুইন্টন ডি কক। আফগানিস্তানের বোলারদের সাফল্য বলতে এদিন শুরু এটুকুই। এরপর বাকি কাজটা সারেন রেজা হেনডিক্স ও অধিনায়ক এইডেন মার্করাম। 

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে এদিন প্রোটিয়াদের লেগেছে মাত্র ৫৩ বল। তাতেই ৫৭ রানের সহজ টার্গেট ৯ উইকেট হারিয়ে টপকে যায় দক্ষিণ আফ্রিকা। রেজা ২৯ ও মার্করাম অপরাজিত থাকেন ২৩ রান করে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া আফগানিস্তান রীতিমতো ধ্বংসস্তুপে হয়েছিল পতিত। প্রোটিয়া বোলারদের তোপে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলা আফগানরা এদিন গুটিয়ে যায় মাত্র ৫৬ রানে। যা কিনা বিশ্বকাপের নক আউট স্টেজে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডও। আফগানিস্তানের পক্ষে এদিন সর্বোচ্চ ১৩ রান আসে অতিরিক্ত খাত থেকেই।

এছাড়া একমাত্র আজমত উল্লাহ ওমরজাইয়ের ব্যাট স্পর্শ করে দুই অঙ্কের কোটা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩ উইকেট করে নেন মার্কো ইয়ানসেন ও তাবরেজ শামসি। এছাড়া কাগিসো রাবাদা ও অ্যানরিখ নরকিয়া নেন ২ উইকেট করে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...