ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ফাইনালে রানে ফিরবে কোহিল; বিশ্বাস রোহিতের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৪ ০৯:০২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্যারিয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮৭ গড় নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছিল বিরাট কোহলি। তবে ৭ ম্যাচে ৭৬ রান করা কোহলির গড় এখন নেমে এসেছে ৫৭ তে । টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে কখনও শূন্য রানে আউট না হওয়া কোহলি এবার এই লজ্জায় পড়েছেন দুইবার। 

 

চলমান বিশ্বকাপে ওপেনিং পজিশনে ব্যাট করছেন কোহলি। বড় না করতে না পারায় দলও শুরুতে খানিকটা চাপে পড়ছে। বিরাট কোহলির ফর্ম নিয়ে অবশ্য চিন্তিত নন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনাল জয়ের পর জানিয়েছেন, ফাইনালেই রানে ফিরবেন কোহলি। 

রোহিত বলেন, আপনি যখন ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তখন ফর্ম ইস্যু না। যে কারও এমন সময় যায়। কোহলি হয়তো ফাইনালের জন্য সব রান জমা করে রেখেছে। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। ১৪ অর্ধশতকে করেছেন ১২১৬ রান। ঠিক পেছনেই রয়েছেন রোহিত শর্মা। ১২ অর্ধশতকে করেছেন ১২১১ রান। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...